SEAN Seminar 3

শুধুমাত্র বোনদের জন্য
সেমিনারের বিষয় : উম্মাহ সচেতন পরিবার ও প্রজন্ম গঠনে নারীদের ভুমিকা
ভেন্যু : TCB Auditorium, Kawran Bazar, Dhaka
তারিখ: ২১ সেপ্টেম্বর (সকাল ১০ টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত)।
রেজিস্ট্রেশন ফি : ১০০০ টাকা।
বোনদের সাথে আগত মাহরামদের জন্য হলের বাইরে অবস্থানের ব্যবস্থা থাকবে। সাথে আগত মাহরামদের ফুড একমোডেশনের জন্য জনপ্রতি অতিরিক্ত ৫০০ টাকা করে পেমেন্ট করতে হবে।
সেমিনারের আলোচকবৃন্দ
১। মুফতি হারুন ইযহার
উম্মাহ-সচেতন প্রজন্ম গড়তে সীরাত চর্চা ও কুরআন পাঠের গুরুত্ব
২। মুফতি সাইফুল ইসলাম
উম্মাহ-সচেতন প্রজন্ম গড়তে মায়ের ভুমিকা।
৩। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
প্রতিকূল পরিবেশে মুসলিম পরিচয়ের স্বাতন্ত্র্য ধরে রাখার গুরুত্ব ও উপায়
৪। প্রফেসর সরোয়ার হোসেন
এলজিবিটিকিউ প্রভাবমুক্ত পরিবার গঠনে করণীয়
৫। শিবলি মেহেদি
উম্মাহর কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে সন্তানদের সম্পৃক্ত থাকার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব ও উপায়
৬. ডা. শামসুল আরেফিন শক্তি
পশ্চিমা নারীবাদের ফাঁদ : উম্মাহর সুরক্ষায় করণীয়’
৭। আবু তাসমিয়া আহমদ রফিক
উম্মাহবোধ সৃষ্টির পথে আত্মপরিচয় সংকটের বাধা: উত্তরণের উপায়
ফিমেইল স্পিকার ৩ জন
৮। ডা. নিশাত তামিম
নারীদের অঙ্গনে দাওয়াতের কর্মপন্থা।
৯। রাবেয়া রওশীন
উম্মাহর প্রতি দায়িত্ব পালনে
সুস্থ মাতৃত্ব ও সুস্বাস্থ্যের গুরুত্ব ও তা রক্ষায় করণীয়।
১০। নুসরাত জাহান
ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের উপর উম্মাহর প্রয়োজনকে প্রাধান্য দেওয়া।